Wednesday, November 27, 2024
HomeWest Bengal Newsবন্যার জেরে খাদ্যসামগ্রীর দামবৃদ্ধি রুখতে আজ নবান্নে বৈঠক

বন্যার জেরে খাদ্যসামগ্রীর দামবৃদ্ধি রুখতে আজ নবান্নে বৈঠক

রাজ্যের বিভিন্ন জেলায় বন্যার কারনে বিঘার পর বিঘা জমি জলের তলায় চলেযায়। এই অবস্থায় নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর দাম আকাশ ছোঁয়া হয়ে যায়। এই দামবৃদ্ধি রুখতে আজ সোমবার নবান্নে এক বিশেষ বৈঠকের আয়জন করেন মুখ্য সচিব মনোজ পন্থ। সুত্র মারফত জানাগেছে যে এই বৈঠকে থাকবেন সংশ্লিষ্ট দপ্তর গুলির সচিব ও অন্য অফিসাররা। (rise in food prices due to floods nabanna arranged meeting)

আরও পড়ুন : বন্যায় ক্ষয়ক্ষতি জানতে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

রাজ্য সরকারের টাস্ক ফোর্স এবং ব্যবসায়ী সংগঠনগুলিকেও এই বৈঠকে ডাকা হয়েছে বলে জানাগেছে। কলকাতা এবং কলকাতা সংলগ্ন বাজারগুলিতে মূলত সব্জি আসে পার্শ্ববর্তি কয়েকটি জেলা থেকে। এই জেলাগুলির বেশিরভাগ জায়গায় বন্যা এবং ফসল নষ্ট হয়নি। তবুও দক্ষিণবঙ্গের কিছু জেলার বন্যাকে ঢাল করেই কিছু অসাধু ব্যবসায়ী সব্জির খুচরো দাম অস্বাভাবিক বাড়িয়ে দিয়েছে। (rise in food prices due to floods nabanna arranged meeting)

rise in food prices due to floods nabanna arranged meeting

আরও পড়ুন : সোমবার থেকেই ভারী বৃষ্টির আশঙ্কা একাধিক জেলায়

নবান্ন সূত্রের খবর, বন্যার কারণে জেলাগুলিতে ফসলের ক্ষয়ক্ষতিরও হিসেব নেওয়া হবে মুখ্যসচিবের বৈঠকে এবং প্রতিকার খুঁজতে পর্যালোচনাও করা হবে বিষয়টির। পাশাপাশি, সুফল বাংলা স্টল থেকে বেশি পরিমাণে সব্জি বিক্রির পরিকল্পনাও করা হয়েছে। কৃষিজ বিপণন দপ্তর সূত্রের খবর, ইতিমধ্যেই সব্জির দামের সরকারি তালিকা তৈরি করে তা বিক্রেতাদের হাতে দেওয়া হয়েছে।

আরও পড়ুন : প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার সুবিধা গুলি বিস্তারিত জানুন

সুফল বাংলা স্টল থেকে ২৭ টাকা কেজি দরে আলু ও ৬০ টাকা কেজি দরে টোম্যাটো, ৪৫ টাকায় পেঁয়াজ এবং ৮৫ টাকায় আদা বিক্রির কথা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, ধার্য হয়েছে পটোল ৪৫ টাকা এবং কাঁচালঙ্কা ৯৫ টাকা। লাউ, পেঁপের দামও বেঁধে দেওয়া হয়েছে। এই বিষয়ে বিভাগীয় মন্ত্রী বেচারাম মান্না মন্ত্রী জানান, পুজো মরশুমের জন্য অতিরিক্ত ২০০ সুফল বাংলা স্টল চালু করা হবে।

আরও পড়ুন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments