প্রায় তিন বছর হতে চললো নাগা চৈতন্য ও সামান্থা রুথের সঙ্গে বিচ্ছেদ হয়েছে। এরইমধ্যে বিচ্ছেদের শোক ভুলে অভিনেতা নাগা বাগদান সারেন অভিনেত্রী সবিতা ধুলিপাড়ার সঙ্গে।
বৃহস্পতিবার ৮ আগস্ট নাগা চৈতন্য বাগদান সারার মাত্র একদিন পেরোতেই নেটপাড়ায় এক ভক্ত বিয়ের প্রস্তাব দিয়েছেন সামান্থাকে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনোমিক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, ৯ আগস্ট ইন্টারনেটে একটি ভিডিওর মাধ্যমে সামান্থার এক ভক্ত অভিনেত্রীকে বিয়ের প্রস্তাব দেন।