এক এক্স বার্তায় Elon Musk বলেছেন, Tesla গাড়ি নির্মাণে কাজ করার জন্য আগামী বছর Humanoid robot উৎপাদন শুরু হবে।
এরপর ২০২৬ সাল থেকে বাণিজ্যিকভাবে উৎপাদন করা হবে এসব রোবট যা অন্যান্য কোম্পানির কাছে বিক্রি করা হবে। Elon Musk আরও জানিয়েছেন, সাধারণ ব্যবহারের জন্যও Humanoid robot তৈরি করা হবে।
এক্ষেত্রে প্রতিটি রোবটের দাম হবে ২০ হাজার ডলারেরও কম। ঘোষণাটি এমন এক সময়ে দেয়া হলো যখন Tesla – এর পক্ষ থেকে ব্যয় সংকোচনের কথা বলা হচ্ছে। কেননা প্রতিনিয়ত কোম্পানির গাড়ির চাহিদা কমছে।