রাজ্য সরকারকে না জানিয়েই ডিভিসি জল ছেড়েছে এমনই অভিযোগ উঠেছে রাজ্যের তরফে। এবং তাতেই প্লাবিত হয়েছে সমগ্র রাজ্যের ১২টি জেলা। সূত্র মারফত জানাযায়, এই বন্যার ফলে দু’লক্ষ হেক্টর জমিতে ধান চাষে ব্যপক ক্ষতি হয়েছে। (State will provide crop insurance facility to flood affected farmers)
আরও পড়ুন : গরু পাচার মামলায় এবার জামিন পেলেন অনুব্রত মণ্ডল
রাজ্যের তরফে প্রাথমিক রিপোর্টে এমনটাই জানিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে কৃষকদের জন্য প্রয়োজনীয় কাজের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। (State will provide crop insurance facility to flood affected farmers)
আরও পড়ুন : বুমরার বলে ১৪৯ রানেই কেঁপে গেল বাংলাদেশ
সেই অনুযায়ী বাংলার শস্যবিমার সুবিধা প্রত্যেক ক্ষতিগ্রস্ত কৃষক পর্যন্ত পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা নিশ্চিত করতেই দ্রুততার সঙ্গে পদক্ষেপ করেছে রাজ্য কৃষিদপ্তর।