Wednesday, January 15, 2025
HomeWest Bengal Newsগরু পাচার মামলায় এবার জামিন পেলেন অনুব্রত মণ্ডল

গরু পাচার মামলায় এবার জামিন পেলেন অনুব্রত মণ্ডল

এবার গরু পাচার মামলায় জামিনে মুক্তি পেলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। জানাযায় 10 লক্ষ টাকার বন্ডে তাঁকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। এর আগে সিবিআইয়েরও মামলায় জামিনে মুক্তি পেয়েছিলেন অনুব্রত মণ্ডল। (Anubrata Mandal got bail in cow smuggling case)

Anubrata Mandal got bail in cow smuggling case

আরও পড়ুন : ৪১ দিনের মাথায় কর্মবিরতি প্রত্যাহার জুনিয়র ডাক্তারদের

এবার ইডিরও মামলাতে তাঁর জামিনে হয়। আদালত সূত্রে জানা গিয়েছে এবার তিনি তিহাড় জেল থেকে মুক্তি পেতে চলেছেন। ফলে পুজোর আগেই বীরভূমে ফিরবেন আনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। কিছু দিন আগেই তাঁর একমাত্র কন্যা সুকন্যা মণ্ডলও জামিন পেয়েছিলেন তিহার জেল থেকে।

আরও পড়ুন : বন্যার মধ্যেই ফের বৃষ্টির পূর্বাভাস, ভাসবে আবার দক্ষিণবঙ্গ

উল্লেখ্য 2022 সালের 11 August গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছিল সিবিআই। কিন্তু পরে 2023 সালে ওই মামলাতেই তাঁর একমাত্র কন্যা সুকন্যা মণ্ডলকেও গ্রেফতার করে ইডি। (Anubrata Mandal got bail in cow smuggling case)

আরও পড়ুন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments