প্রতি কিলোমিটার তেলের বরাদ্দ বৃদ্ধির দাবিতে এবার Indane গ্যাস বটলিং সংস্থার ট্রাক বন্ধ রেখে প্রতিবাদে চালকরা। দুর্গাপুরের লেনিন সরণিতে ইন্ডিয়ান অয়েল বটলিং প্লান্ট। (strike continues in indane bottling plant in durgapur)
আরও পড়ুন : এবার দক্ষিণবঙ্গের বন্যা দুর্গতদের পাশে দাঁড়াচ্ছে ডিভিসি
সেখান থেকে প্লান্টে জ্বালানি গ্যাস সরবরাহের জন্য রয়েছে ২৫০ টি ট্রাক। সুত্র মারফত জানাগিয়েছে কেবল মাত্র ১৫০ লিটার তেলের বরাদ্দ নিয়ে এই বিবাদ ট্রাক মালিক ও চালকদের। এরকম আরও কিছুদিন ধর্মঘট চললে পুজোর মুখে পূর্ব বর্ধমান সহ সমগ্র দক্ষিণবঙ্গে জ্বালানি গ্যাসের সংকটের আশঙ্কা করা হচ্ছে ।
আরও পড়ুন : বাংলায় বন্ধ কারখানার জমিতে এবার হবে শিল্পতালুক
প্রায় ২০ দিন ধরে চলা এই বিবাদের জন্য বন্ধ গ্যাস সিলিন্ডার পরিবহণ। এর ফলে পুজোর মুখে জ্বালানি গ্যাস সিলিন্ডার সরবরাহ বন্ধ থাকায় জ্বালানি গ্যাসের টান ধরেছে পূর্ব বর্ধমান সহ একাধিক জেলায়। (strike continues in indane bottling plant in durgapur)