Tourists came to Digha to see the storm
আজ দিঘায় ঘূর্ণিঝড় দেখতে গিয়ে পুলিশের তাড়া খেলেন পর্যটকরা। বৃহস্পতিবার ভোর থেকে হঠাৎ করে দলে দলে পর্যটক আস্তে থাকেন দিঘা, তাজপুর ও মন্দারমণিতে। এই অবস্থায় এত পর্যটক দেখে প্রথমে পুলিশও কিছুটা অবাক হয়ে যায়। (Tourists came to Digha to see the storm)
অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিল ‘ডানা’
পুলিশ সূত্র মারফৎ জানাগেছে কম করে ৪০০ পর্যটক এদিন সকালে সমুদ্র সৈকতের নানা জায়গায় ঘোরা ঘুরি করতে থাকেন। বিচের ধারে রাস্তার উপর এই পর্যটকদের মধ্যে কেউ কেউ আবার ব্যস্ত সেলফি তুলতে, কেউ বা আবার ফোনে ভিডিও কলে কাউকে দেখাচ্ছে সমুদ্রের ঢেউ কত উঁচু হয়ে ছুটে আসছে। (Tourists came to Digha to see the storm)
দিঘা ও মন্দারমণির হোটেল বুধবারের মধ্যে খালি করার নির্দেশ প্রশাসনের
টহলদারি পুলিশের একটি দল সঙ্গে সঙ্গে চলে আসে ঘটনাস্থলে এবং তাড়া করে তাদের । এরইমধ্যে উৎসাহী কিছু পর্যটক সমুদ্রের ধারে গার্ড ওয়ালের কাছে ভিড় করেছিলেন। বাঁশি বাজাতে বাজাতে সোজা এগিয়ে যান পুলিশকর্মীরা। পুলিশ দেখে তখন তাঁরা ছত্রভঙ্গ হয়ে এদিক ওদিক ছুটে পালান।