Wednesday, November 27, 2024
HomeIndia Newsফের ট্রেন দুর্ঘটনা ! কানপুরের কাছে লাইনচ্যুত সবরমতী এক্সপ্রেস

ফের ট্রেন দুর্ঘটনা ! কানপুরের কাছে লাইনচ্যুত সবরমতী এক্সপ্রেস

রেল দুর্ঘটনা (train accident) যেন প্রতিদিনকার ঘটনা ৷ শনিবার রাতে ফের রেল দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছে ৷ উত্তর প্রদেশের কানপুরের কাছে লাইন চ্যুত হয় Sabarmati Express ৷

Train Accident

ওই ট্রেনে মোট 1300 যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে ৷ শনিবার রাত ২.৩০ মিনিট নাগাদ কানপুর এর কাছেই ট্রেনের অন্তত ২২টি বগি লাইনচ্যুত হয় বলে জানা গিয়েছে ৷ দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে উদ্ধারকারী ট্রেন।

Sabarmati Express – এর যাত্রীদের বাসে কানপুরে নিয়ে আসা হচ্ছে। দুর্ঘটনার পর ওই লাইনে কিছু ট্রেন বাতিল করা হয়েছে এবং কিছু ট্রেন ঘুরপথে চলছে, জানিয়েছে রেল।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments