দক্ষিণবঙ্গে দু’দিন ভারী বৃষ্টির সম্ভাবনা, উত্তরেও হতে পারে বর্ষণ।

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শুক্র ও শনিবার ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে। (Weather report of West Bengal)

weather report of west bengal

দক্ষিণবঙ্গের জেলা গুলিতে শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে শুধু মাত্র শনিবার।

শুক্রবার দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর ও শনিবার বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং হুগলিতে বৃষ্টিপাত সবথেকে বেশি হবে। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এবং পুরুলিয়ায় হালকা বৃষ্টি হবে রবিবারও।