আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শুক্র ও শনিবার ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে। (Weather report of West Bengal)
দক্ষিণবঙ্গের জেলা গুলিতে শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে শুধু মাত্র শনিবার।
শুক্রবার দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর ও শনিবার বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং হুগলিতে বৃষ্টিপাত সবথেকে বেশি হবে। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এবং পুরুলিয়ায় হালকা বৃষ্টি হবে রবিবারও।