WhatsApp’s new feature is Custom Lists
নতুন নতুন ফিচার update প্রায়ই দেয় WhatsApp। এবার এই মেসেজিং প্ল্যাটফর্ম গ্রাহকদের আরও সুবিধা দিতে নিয়ে এল Custom Lists। WhatsApp-এর তরফে জানানো হয়েছে যে, এই ফিচারের সাহায্যে গ্রাহকেরা নিজেদের চ্যাটকে কয়েকটি ভাগে ভাগ করে নিতে পারবেন। (WhatsApp’s new feature is Custom Lists)
প্রকাশিত CBSE-এর দশম ও দ্বাদশের পরীক্ষার সময়সূচি
যেমন ‘পরিবার’, ‘কর্মক্ষেত্র’, ‘বন্ধুবান্ধব’ ইত্যাদি বিভিন্ন ক্যাটেগরিতে তা ভাগ করা যাবে। ফলে বহু চ্যাটের মধ্যে থেকে আলাদা করে সার্চ করার দরকার পড়বে না। (WhatsApp’s new feature is Custom Lists)
নতুন নিয়োগ বন্ধ করে প্রাক্তন কর্মীদের পুনর্নিয়োগ রেলের
WhatsApp-এর Custom Lists কি ভাবে করবেন যেনে নিন –
1.) প্রথমেই আপনার ফোনের WhatsApp আপডেট করুন।
2.) WhatsApp-এর উপরে ডান দিকে Organize your chat নামক একটি পপ আপ দেখাবে। সেখানে গিয়ে ক্লিক করুন।
3.) এ বার ক্যাটেগরি দেখে পছন্দের প্রোফাইল তালিকাভুক্ত করুন।