7 workers killed in Birbhum coal mine explosion
একতারা বাংলা অনলাইন ডেস্ক: সোমবার সকালে আঁধারে ঢাকল বীরভূমের খয়রাশোল। আজ সকালে খয়রাশোলের ভাদুলিয়ার গঙ্গারামচক কয়লাখনিতে বিস্ফোরণের ফলে মৃত্যু হল কমপক্ষে অন্তত ৭ শ্রমিকের। খনির ভিতর বিস্ফোরণের ফলে সেখান থেকে প্রথমে ৫ জনের দেহ উদ্ধার হয়েছে। (7 workers killed in Birbhum coal mine explosion)
অপশক্তির রহস্যভেদে আবার ফিরছেন ভাদুড়ি মশাই
পরে আরও দুজনের মৃত্যুর খবর মেলে ও মৃত দেহ উদ্ধার করা হয়। আরও কেউ খনির ভিতরে আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনো পর্যন্ত উদ্ধারকাজ চলছে। বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে। তাঁদেরকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। (7 workers killed in Birbhum coal mine explosion)
পাকিস্তানকে হারিয়ে T20 World Cup-এ জয় ভারতের
স্থানীয় সূত্রে জানাগেছে যে, সোমবার সকালে গঙ্গারামচক কয়লাখনি থেকে কয়লা উত্তোলনের জন্য বিস্ফোরণ ঘটানো হয়েছিল। কিন্তু ভিতরে শ্রমিকরা যে কাজ করছিলেন, তা খেয়াল করেনি কেউ। আর এই অসাবধানতা থেকেই শ্রমিকদের মৃত্যু হয়।