Wednesday, November 27, 2024
HomeWest Bengal Newsসাগর দত্ত হাসপাতালে জুনিয়ার ডাক্তারদের উপর হামলার প্রতিবাদে শুরু কর্মবিরতি

সাগর দত্ত হাসপাতালে জুনিয়ার ডাক্তারদের উপর হামলার প্রতিবাদে শুরু কর্মবিরতি

এবার সাগর দত্ত হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয় শুক্রবার রাতে। এবং জুনিয়র ডাক্তারদের উপর হামলা হয় বলে অভিযোগ। এই হামলার খবর পেয়েই সেই রাতেই সেখানে পৌঁছে যান পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টর্স ফ্রন্টের প্রতিনিধিরা। (strike in protest against the attack on junior doctors)

আরও পড়ুন : পুজোর মুখে পূর্ব বর্ধমানে রান্নার গ্যাসের সিলিন্ডার সংকটের আশঙ্কা

strike in protest against the attack on junior doctors

সেই দলে ছিলেন জুনিয়ার ডাক্তার কিঞ্জল নন্দ, দেবাশিস হালদার-সহ একাধিক জুনিয়ার ডাক্তার। এই হামলার প্রতিবাদে নিরাপত্তা চেয়ে শুক্রবার রাত থেকে সাগর দত্ত হাসপাতালে শুরু হয়েছে কর্মবিরতি। (strike in protest against the attack on junior doctors)

আরও পড়ুন : এবার দক্ষিণবঙ্গের বন্যা দুর্গতদের পাশে দাঁড়াচ্ছে ডিভিসি

সেখানকার জুনিয়র ডাক্তারেরা কর্মবিরতির ডাক দিয়েছেন। সূত্র মারফত জানাযায় কিঞ্জল জানিয়েছেন, বাকি হাসপাতালের জুনিয়র ডাক্তারেরা কী করবেন, তা জেনারেল বডির বৈঠকের মাধ্যমে স্থির করা হবে। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন তাঁরা।

আরও পড়ুন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments