আজ সুপ্রিম কোর্টের শুনানির পর বিকেল থেকেই রাজ্যজুড়ে সম্পূর্ণ কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। শুক্রবার সাগর দত্ত মেডিক্যাল কলেজে এক দল মানুষ এসে ভাঙচুর চালিয়েছে। (complete strike by junior doctors across the state)
আরও পড়ুন : সাগর দত্ত হাসপাতালে জুনিয়ার ডাক্তারদের উপর হামলার প্রতিবাদে শুরু কর্মবিরতি
জানাগেছে একজন মরণাপন্ন রোগী আসেন হাসপাতালে। জুনিয়র চিকিৎসকরা তাঁকে দেখেন এবং আইসিইউতে রেফার করা হয়। তবে তাঁকে বাঁচানো যায়নি। (complete strike by junior doctors across the state)
আরও পড়ুন : পুজোর মুখে পূর্ব বর্ধমানে রান্নার গ্যাসের সিলিন্ডার সংকটের আশঙ্কা
জুনিয়র ডাক্তারদের বক্তব্য যে এর পরেই স্বাস্থ্য কর্মীদের মারধর করা হয়। আমরা বারবার বলেছি স্বাস্থ্য পরিকাঠামো উন্নত করতে হবে। সুপ্রিম কোর্ট বলার পরও সরকারের তরফে সদিচ্ছা দেখতে পেলাম না।