রাজ্যের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যার কারণে এবার বাংলায় দুর্গা পুজোয় পদ্ম ফুলের আকাল দেখা দিয়েছে। তাই সেই ঘাটতি মেটাতে এবার ওড়িশা ও বেঙ্গালুরু থেকে বিপুল পরিমাণে পদ্ম ফুল এসেছে কলকাতার ফুল বাজারে। রাজ্যের ফুল চাষিদের বক্তব্য, এরাজ্যে পদ্মফুলের সাইজ অনেকটাই বড় হয়। (odisha and bengaluru meet the demand for lotuses in bengal)
আরও পড়ুন : পুজোর আগে আবার নিম্নচাপ, জেনে নিন হাওয়া অফিসের পূর্বাভাস
কিন্তু অন্য রাজ্য থেকে আনা পদ্মের আকার অনেকটাই ছোট। ফলে তার দামও কিছুটা কম। তাই প্রতি পিস ছোট পদ্ম খুচরো বাজারে ৩৫‑৪০ টাকায় বিক্রি হয়েছে। (odisha and bengaluru meet the demand for lotuses in bengal)
আরও পড়ুন : বন্ধ হয়ে গেল রানাঘাটের ১১২ ফুটের দুর্গাপুজো
এরাজ্যে বেশি পরিমাণ পদ্মের চাষ হয়ে থাকে বীরভূম, বর্ধমান, দুই মেদিনীপুর ও হাওড়ায়। এছাড়া দুই মেদিনীপুর ও হাওড়ায় পরিত্যক্ত খালে পদ্ম চাষ হয়ে থাকে। বন্যার কারণে ওই সমস্ত খালে বন্যার জল ঢুকে যাওয়ায় পদ্ম ফুল চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ফুল বাজারে বেশ কিছুদিন ধরেই চলছিল পদ্মের আকাল।