Tuesday, October 15, 2024
HomeWest Bengal Newsকাঁকসা থানার পুলিশের গাড়ি ও বন্দুক ছিনতাই

কাঁকসা থানার পুলিশের গাড়ি ও বন্দুক ছিনতাই

সোমবার কাঁকসা থানার একটি পুলিশের বন্দুক সহ গাড়ি কাঁকসা টোলের কাছ থেকে ছিনতাই করে নিয়ে যায় দুষ্কৃতীরা। এ নিয়ে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে। (Police cars and guns stolen by looters)

আরও পড়ুন : কাটোয়ায় অনুষ্ঠিত হল ঔষধ সম্পর্কিত সচেতনতা শিবির

Police cars and guns stolen by looters

চিরুনি তল্লাশির পর অবশেষে আসানসোলের হটন রোড মোড় সংলগ্ন এলাকা থেকে গাড়িটি উদ্ধার করা হয়েছে। সূত্র মারফত জানাগেছে যে ওই গাড়ি থেকেই মিলিছে পুলিশের ছিনতাই হওয়া বন্দুকও। (Police cars and guns stolen by looters)

আরও পড়ুন : বোলপুর শ্যামবাটি ক্যানেলের জলে ডুবে মৃত্যু ছাত্রের

কিন্তু এখনো পর্যন্ত অভিযুক্তদের কাউকেই ধরা যায়নি। ডিসিপি (পূর্ব) অভিষেক গুপ্ত জানিয়েছেন, পুলিশের গাড়িতে যাঁরা ছিলেন, তাঁদের শোকজ় করা হয়েছে। এক এএসআই, দুই কনস্টেবলকে ক্লোজ় করা হয়েছে। শাস্তি দেওয়া হচ্ছে এক সিভিক ভলান্টিয়ারকেও।

আরও পড়ুন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments