এবারে একেবারে বন্ধ হয়ে গেল রানাঘাটের ১১২ ফুটের দুর্গাপুজো। বুধবার সকালে পুজো না করার সিদ্ধান্ত নিল পুজো কমিটি। উল্লেখ্য রানাঘাটের কামালপুরের অভিযান সংঘ এবছর ১১২ ফুটের বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা করার সিদ্ধান্ত নেয়। (closed ranaghat 112 feet durga puja)
আরও পড়ুন : পিতৃপক্ষের শেষ দিনে পূর্বপুরুষকে জলদানের ভিড় গঙ্গার ঘাটে
সেই মতো শুরু হয় প্রস্তুতিও, তবে জেলা প্রশাসনের অনুমতি না মেলায় তা নিয়ে জট দেখা যায়। কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় ঐ পুজো কমিটি। আদালত নদিয়ার জেলা শাসককে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেয়। (closed ranaghat 112 feet durga puja)
আরও পড়ুন : কাঁকসা থানার পুলিশের গাড়ি ও বন্দুক ছিনতাই
এমতবস্থায় খোদ পুজো কমিটি বুধবার পুজো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল। স্থানীয় মারফত জানাগেছে যে ইতিমধ্যেই ৬০ লাখ টাকা খরচ হয়েছে। আগামী বছর অভিযান সংঘে পুজো হবে কিনা তা নিয়েও সংশয় দেখা দিয়েছে।