Unified Pension Scheme : কেন্দ্রীয় সরকারি কর্মীরা কী কী সুবিধা পাবেন?

শনিবার নতুন পেনশন প্রকল্প Unified Pension Scheme ঘোষণা করল কেন্দ্র সরকার। শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নতুন পেনশন প্রকল্প ইউনিফায়েড পেনশন স্কিম ঘোষণা করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

তাঁর দাবি, এই প্রকল্পে উপকৃত হবেন 23 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারি। তিনি জানিয়েছেন, Unified Pension Scheme এর আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ন্যূনতম পেনশন, এবং পরিবারের জন্য ন্যূনতম পেনশন পাওয়ার নিশ্চয়তা থাকছে।

unified pension scheme

1st April 2025 থেকে নতুন এই পেনশন প্রকল্প চালু হবে। এই প্রকল্প বাস্তবায়নে খরচ হবে মোট 6250 কোটি টাকা। ইউনিফায়েড পেনশন স্কিম এর আওতায় যাঁরা অন্ততপক্ষে 25 বছর চাকরি করেছেন, অবসরের আগে শেষ 12 মাস মূল বেতন যা ছিল গড়ে তার পঞ্চাশ শতাংশ পেনশন হিসেবে পাবেন অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারিরা ।

10 – 25 বছর মধ্যে যাঁরা চাকরি করেছেন, তাঁরাও সমানুপাতিক হারে পেনশন পাবেন ৷ কমপক্ষে দশ বছর যাঁরা চাকরি করেছেন, তাঁরা 10000 টাকা পেনশন পাবেন ৷