Friday, November 29, 2024
HomeWest Bengal Newsআর জি করে বৃহস্পতিবার থেকেই কেন্দ্রীয় বাহিনী

আর জি করে বৃহস্পতিবার থেকেই কেন্দ্রীয় বাহিনী

বৃহস্পতিবার থেকেই R G Kar Hospital– এ Central Force মোতায়েন করা হতে পারে (CISF deployed in R G Kar Hospital)। বুধবার রাতে আবার হাসপাতালে গিয়েছিলেন CISF-এর কর্তারা।

হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন তাঁরা। কোথায়, কী ভাবে, কত Central Force মোতায়েন থাকবে, বুধবার রাতে তার পরিকল্পনা করে নেওয়া হয়েছে।

CISF deployed in R G Kar Hospital

সুত্র মারফৎ পাওয়া খবর অনুযায়ী, R G Kar Hospital -এ আপাতত দুই কোম্পানি Central Force রাখার পরিকল্পনা করা হয়েছে এবং প্রয়োজন হলে সেই সংখ্যা বাড়ানো হবে। (CISF deployed in R G Kar Hospital)

মঙ্গলবার R G Kar Hospital এর মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। হাসপাতালে Central Force-এর নিরাপত্তার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

দুই কোম্পানি Central Force হাসপাতালের নিরাপত্তার জন্য পর্যাপ্ত বলে মনে করেছেন কর্তারা। R G Kar Hospital-এ থাকবেন এক সুপারিন্টেন্ডেন্ট-সহ প্রায় 150 CISF জওয়ান।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments