Wednesday, November 27, 2024
HomeWest Bengal Newsনবান্ন অভিযানের দিন ইউজিসি নেট, পরীক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস পুলিশের

নবান্ন অভিযানের দিন ইউজিসি নেট, পরীক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস পুলিশের

আগামী 27 August রাজ্যের ছাত্ররা ‘নবান্ন অভিযান’-এর ডাক দিয়েছেন। আবার ওই দিনই রয়েছে ইউজিসি নেট এর পরীক্ষা (Nabanna aviyan in the day of UGC NET exam)। পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর ক্ষেত্রে যাতে কোনও অসুবিধা না হয় তা নিশ্চিত করতে পুলিশ তৎপর ।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই বিষয়ে পরীক্ষার্থীদের আশ্বস্থ করছে পুলিশ। পুলিশের তরফে জানানো হয়, 27 August ইউজিসি-র নেট পরীক্ষা রয়েছে। পরীক্ষা চলবে সকাল ৯টা ৩০ থেকে বিকেল ১২টা ৩০ পর্যন্ত এবং বিকেল ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

nabanna aviyan in the day of UGC NET exam

ঘটনাচক্রে রাজ্যের ছাত্ররা 27 August ‘নবান্ন অভিযান’ এর ডাক দিয়েছে। আমাদের আশঙ্কা, এই কর্মসূচির কারণে অনেক নেট পরীক্ষার্থী তাঁদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে অসুবিধায় পড়বেন।(Nabanna aviyan in the day of UGC NET exam)

পরীক্ষার্থীদের সুবিধার জন্য ওই দিন রাস্তায় পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা থাকবে। কোনওরকম অসুবিধা হলে পুলিশের সাহায্য নিন। আমরা নিশ্চিত করব, যাতে পরীক্ষার্থীরা নিরাপদে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারেন।’

RELATED ARTICLES

Most Popular

Recent Comments