এই মুহূর্তেই ভেঙে দেওয়া হল RG Kar-এর Patient Welfare Association, জানালেন মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্য়ায়। শনিবার স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়ার ডাক্তারদের ধর্নায় আচমকা পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (Chief Minister broke the patient welfare association of all hospitals)
আরও পড়ুন :গুসকরা-মানকর রাজ্য সড়কে বাইক দুর্ঘটনায় মৃত ২ যুবক
মুখ্যমন্ত্রী পৌঁছতেই উই ওয়ান্ট জাস্টিস স্লোগান জোরালো হয়ে ওঠে। মুখ্যমন্ত্রী জানান, সব হাসপাতালের রোগী কল্যাণ সমিতি আমি ভেঙ্গে দিলাম এবং নতুন করে আবার তৈরি করা হবে রোগী কল্যাণ সমিতি। সেখানে থাকবেন জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, নার্স, পুলিশ। (Chief Minister broke the patient welfare association of all hospitals)
আরও পড়ুন : আউসগ্রামে আত্মঘাতী গৃহবধূ! কবর থেকে দেহ তুলল পুলিশ
আরজি করের রোগী কল্যাণ সমিতিও আমি ভেঙে দিলাম। আপনারা কাজে ফিরুন। আমি আপনাদের বিরুদ্ধে কোন রকম পদক্ষেপ নেবো না। কোনও ডাক্তারের বিরুদ্ধেও কোন ব্যবস্থা নেওয়া হবে না। আমরা জানি আপনারা সমাজের অনেক মহৎ কাজ করেন।