Tuesday, October 15, 2024
HomeWest Bengal Newsআউসগ্রামে আত্মঘাতী গৃহবধূ! কবর থেকে দেহ তুলল পুলিশ

আউসগ্রামে আত্মঘাতী গৃহবধূ! কবর থেকে দেহ তুলল পুলিশ

ছেলেকে শাসন করতে গিয়ে তাকে মেরেছিলেন গৃহবধূ। সে জন্য তাঁকে বকাবকি করেছিলেন শাশুড়ি। পরিবার সুত্রে জানাযায়, সেই অভিমানেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন 26 বছরের নুরজাহান শেখ। (housewife commits suicide in ausgram)

আরও পড়ুন : গুসকরা-মানকর রাজ্য সড়কে বাইক দুর্ঘটনায় মৃত ২ যুবক

আউশগ্রামের উক্তা গ্রামের বাসিন্দা পেশায় কৃষক আব্দুল করিম শেখের স্ত্রী নুরজাহানের বাপের বাড়ি আউশগ্রামেরই জয়কৃষ্ণপুর গ্রামে। জানাযায় দম্পতির দু’টি নাবালক সন্তানও রয়েছে।

housewife commits suicide in ausgram

আরও পড়ুন : তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে CBI, চলছে তল্লাশি

সুত্র মারফৎ জানাযায়, আউশগ্রাম থানার পুলিশকে নাজানিয়ে ওই গৃহবধূর দেহ কবর দিয়ে দেয় পরিবার। ওই খবর পাওয়া মাত্র পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করার পর কবর থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় বর্ধমান মেডিক্যাল কলেজের পুলিশ মর্গে।

আরও পড়ুন : ওরা কেন এত জেদ করছে, যা বলবে সব মানতে হবে? প্রশ্ন মমতার

জেলা পুলিশ সুপার আমন দীপ বলেন, দেহের ময়নাতদন্ত হয়েছে তবে এখনও কোনও অভিযোগ জমা পড়েনি। (housewife commits suicide in ausgram)

আরও পড়ুন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments