Tuesday, October 15, 2024
HomeWest Bengal Newsগুসকরা-মানকর রাজ্য সড়কে বাইক দুর্ঘটনায় মৃত ২ যুবক

গুসকরা-মানকর রাজ্য সড়কে বাইক দুর্ঘটনায় মৃত ২ যুবক

বৃহস্পতিবার ভোর সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল দু’জন বাইক আরোহীর। এই দুর্ঘটনাটি ঘটেছে আউশগ্রামের সুয়াতা মোড় সংলগ্ন এলাকায়। এদিন আনুমানিক সকাল ৮ টা নাগাদ দুই যুবকের দেহ ধান ক্ষেতের জলের মধ্যে পড়ে থাকতে দেখা যায়। (2 dead in bike accident on state highway)

2 dead in bike accident on state highway

আরও পড়ুন : তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে CBI, চলছে তল্লাশি

পাশেই পড়ে ছিল তাদের বাইকটিও। ঘটনার খবর পেয়ে আউশগ্রাম থানার পুলিশ এসে দেহ দুটিকে উদ্ধার করে। তবে স্থানীয়দের অনুমান তারা ওই বাইকে করে গুসকরা মানকর রাজ্য সড়ক ধরে যাচ্ছিল। সেই সময় সুয়াতার কাছে নিয়ন্ত্রণে হারিয়ে বাইক নিয়ে ধান ক্ষেতের মধ্যে পড়ে। (2 dead in bike accident on state highway)

আরও পড়ুন : ওরা কেন এত জেদ করছে, যা বলবে সব মানতে হবে? প্রশ্ন মমতার

তারা মদ্যপ অবস্থায় থাকায় সেখান থেকে উঠতে না পাড়ায় দুজনেরই মৃত্যু হয়। আউশগ্রাম থানার পুলিশ জানিয়েছে, দেহ দুটিকে উদ্ধার করা হয়েছে। তাদের নাম পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে। তবে প্রাথমিকভাবে পুলিশের অনুমান সামনে কোন বড় গাড়ি চলে আসায় এমন বিপত্তি ঘটেছে।

আরও পড়ুন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments