Sunday, January 19, 2025
HomeKolkata Newsষষ্ঠীতে কলকাতা জুড়ে জুনিয়র ডাক্তারদের অভয়া পরিক্রমা

ষষ্ঠীতে কলকাতা জুড়ে জুনিয়র ডাক্তারদের অভয়া পরিক্রমা

Abhaya Parikrama of junior doctors across Kolkata

কলকাতার ধর্মতলায় ধরনা মঞ্চে জুনিয়র ডাক্তারের আমরণ অনশন চলছে। এরই মাঝে গতকাল মিছিল হয়েছিল জুনিয়র ডাক্তারদের আহ্বানে। সেই মিছিলের পরই আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের তরফ থেকে ঘোষণা করা হয় যে আজ ষষ্ঠীতে কলকাতা জুড়ে অভয়া পরিক্রমা করা হবে তাঁদের তরফ থেকে। (Abhaya Parikrama of junior doctors across Kolkata)

জুনিয়র ডাক্তারদের সমর্থনে ৫০ জন সিনিয়র ডাক্তারের নজিরবিহীন গন ইস্তফা

Abhaya Parikrama of junior doctors across Kolkata

এই নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা বলেন যে, আরজি করের সিনিয়র ডাক্তারদের গণইস্তফা তাঁদের মনোবল অনেকটা বাড়িয়ে দিয়েছে। এসএসকেএম এবং ন্যাশনাল মেডিক্যাল কলেজের সিনিয়র ডাক্তাররাও সরকারকে ২৪ ঘণ্টা সময় দিয়েছেন। (Abhaya Parikrama of junior doctors across Kolkata)

বীরভূমের কয়লাখনিতে বিস্ফোরণে ৭ জন শ্রমিকের মৃত্যু, আহত অনেক

তাঁরাও গণইস্তফার দিকে হাঁটতে পারেন। আর এই সিনিয়র ডাক্তারদের পদক্ষেপ তাঁদের সাহস দিচ্ছে। তাঁরা এটাও বলেন যে সিনিয়র ডাক্তারদের উপর প্রশাসনিক চাপ সৃষ্টি করা হচ্ছে। আমরা বিষয়টি খতিয়ে দেখব। যদি সত্যি তেমন কিছু হয় তবে আমাদের আন্দোলনের তীব্রতা বৃদ্ধি পাবে।

আরও পড়ুন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments