নবান্ন তথা রাজ্য সরকারের সঙ্গে দ্বিতীয়বার বৈঠকের পরেই জুনিয়ার ডাক্তাররা কর্মবিরতি প্রত্যাহার করলেন। সুত্র মারফৎ জানাযায় বৃহস্পতিবার জিবি মিটিংয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই সিদ্ধান্তের কথা আন্দোলনকারীরা জানান। (After 41 days the strike of junior doctors)
আরও পড়ুন : বন্যার মধ্যেই ফের বৃষ্টির পূর্বাভাস, ভাসবে আবার দক্ষিণবঙ্গ
শুক্রবার স্বাস্থ্যভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিলের ডাকদেন জুনিয়ার ডাক্তাররা। বন্যা কবলিত বিভিন্ন এলাকায় বিশেষ ক্লিনিক চালু করারও পরিকল্পনাও রয়েছে তাঁদের। ((After 41 days the strike of junior doctors))
আরও পড়ুন : এক দেশ এক নির্বাচনে সিলমোহর দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা
শনিবার থেকে জরুরি বিভাগে কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত আন্দোলনকারীদের। তবে দেবাশিস হালদার জানিয়েছেন আমাদের আংশিক কর্মবিরতি চলবে। তবে প্রয়োজনে আবার পূর্ণ কর্মবিরতিতে ফিরতে পারেন বলেও হুঁশিয়ারি দেন তিনি।