পূর্ব বর্ধমানের ভাতারে বিশেষ ক্ষমতা সম্পন্ন তরুণীকে ধর্ষণের অভিযোগ (alleged rape of young woman)। এই ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা ছড়ায় পূর্ব বর্ধমানের ভাতারে। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত ওই যুবক কে। পুলিশ সূত্র মারফৎ জানা গিয়েছে, ভাতারের বানেশ্বরপুর সংলগ্ন গ্রামের বাসিন্দা ২১ বছরের ওই তরুণী।
আরও পড়ুন : চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, দুর্যোগের আশঙ্কা একাধিক জেলায়
জন্ম থেকেই তিনি বিশেষ ভাবে ক্ষমতা সম্পন্ন। সূত্র মারফৎ জানা গিয়েছে, রবিবার সকালে নির্যাতিতাকে তাঁর মা দোকানে কিছু জিনিস কিনতে পাঠিয়েছিলেন। দোকান থেকে ফেরার পথে ভাতারের বানেশ্বরপুর গ্রামের শেখ বাদশা নামে ওই যুবক তরুণীটিকে একা পেয়ে জোর করে টানতে টানতে রাস্তার ধারে একটি পুরানো দালানবাড়িতে নিয়ে যায়।
আরও পড়ুন : কাটোয়ায় যৌন হেনস্তায় জঙ্গল থেকে ধৃত অভিযুক্ত
সেখানে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ (alleged rape of young woman)। নির্যাতিতার আর্তনাদে প্রতিবেশীরা ছুটে যান ঘটনাস্থলে। তাঁরা অভিযুক্তকে ধরার চেষ্টা করলে অভিযুক্ত ছুটে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে তরুণীটির বাবা পুলিশে অভিযোগ দায়ের করেন। এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।