Wednesday, January 15, 2025
HomeWest Bengal Newsনজরে বিধানসভা, আজ পেশ হচ্ছে ধর্ষণ বিরোধী বিল

নজরে বিধানসভা, আজ পেশ হচ্ছে ধর্ষণ বিরোধী বিল

বিধানসভায় পেশ হওয়া বিলের নাম দেওয়া হয়েছে ‘দ্য অপরাজিতা ওমেন অ্যান্ড চাইল্ড বিল ২০২৪’ এই বিলে ধর্ষণ মামলার সংবাদ পরিবেশনের ক্ষেত্রেও নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে । বিলে রয়েছে, কোনও ধর্ষণ বা খুনের বা শিশু ও মহিলাদের উপর নির্যাতনের ঘটনার খবর পুলিশের কাছে আসার ২১ দিনের মধ্যে তদন্ত শেষ করতেই হবে। (anti rape bill)

anti rape bill

আরও পড়ুন :‘পদত্যাগ করুন না হলে বসে থাকব এখানে’, ডাক্তারদের অবরোধে স্তব্ধ কলকাতা

সর্বাধিক ১৫ দিন সময় অতিরিক্ত দেওয়া যেতে পারে পুলিশ কে। অনুমতি দেবেন পুলিশ সুপার পদমর্যাদার কোনও আধিকারিক। আদালতে চার্জশিট পেশের ৩০ দিনের মধ্যে বিচার প্রক্রিয়া অবশ্যই শেষ করতে হবে। বিলে বলা হয়েছে যে কোনও ধর্ষণের ক্ষেত্রে শাস্তি সর্বাধিক আজীবন কারাদণ্ড, মৃত্যু ও জরিমানা। (anti rape bill)

আরও পড়ুন :আরজি কর দুর্নীতি কাণ্ডে অবশেষে গ্রেফতার সন্দীপ ঘোষ

ধর্ষণ করে খুনের মামলায় শাস্তি ফাঁসি ও জরিমানা। বিলে আরও বলা হয়েছে গণধর্ষণের ক্ষেত্রে শাস্তি যাবজ্জীবন জেল, মৃত্যুদণ্ড ও জরিমানা। বিলে এটাও বলা হয়েছে কেউ যদি ধর্ষিতার নাম পরিচয় করেন তাহলেও জমিন অযোগ্য ধারায় তাকে গ্রেফতার করা হবে। শাস্তি হিসাবে তিন থেকে পাঁচ বছরের জেল।

আরও পড়ুন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments