CBI গ্রেফতার করার পরে অবশেষে RG Kar Medical Cllege প্রাক্তন অধ্যক্ষ্য সন্দীপ ঘোষকে সাসপেন্ড করল স্বাস্থ্য দফতর। আজ স্বাস্থ্য ভবনের তরফে বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে।
আরও পড়ুন : Paris Paralympics 2024 এ উজ্জ্বল ভারত, এবার রুপো নিশাদের
টানা 15 দিন জিজ্ঞাসাবাদের পরে গতকাল CBI গ্রেফতার করেছিল সন্দীপ ঘোষকে। RG Kar-এ মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয় গত 9 August, সেই সময়ে হাসপাতালের অধ্যক্ষ ছিলেন সন্দীপ ঘোষ। ঘটনার তদন্তভার যায় CBI-এর হাতে।
আরও পড়ুন : আরজি কর দুর্নীতি কাণ্ডে অবশেষে গ্রেফতার সন্দীপ ঘোষ
এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই নিরাপত্তা এবং বিচারের দাবিতে আন্দোলন শুরু করেন RG Kar-এর জুনিয়র ডাক্তাররা। তাঁদের বিক্ষোভের অন্যতম কারণ ছিলেন সন্দীপ ঘোষ।