Cyclone Forecast In Bengal
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাষ অনুযায়ী দশমীর দিনে বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে ৷ কেননা দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে ৷ (Cyclone Forecast In Bengal)
মালগাড়িতে ধাক্কা দ্বারভাঙা এক্সপ্রেসের, আহত বহু
এর ফলে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, নদিয়ায়, পূর্ব বর্ধমানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে রাজ্যের তরফে ৷ একই সঙ্গে জানা গিয়েছে শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারি বৃষ্টিপাত হতে পারে ৷
অনশনকারী জুনিয়র ডাক্তার অনিকেতের অবস্থার অবনতি ভর্তি করা হল হাসপাতালে
কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সপ্তমী থেকেই আর্দ্রতা জনিত অস্বস্তি হতে শুরু করেছে ৷ আর সেই অবস্থা দশমী পর্যন্ত বজায় থাকবে বলেই ধারনা করা হচ্ছে ৷