Darbhanga Express collided with goods train
এবার আবার দুর্ঘটনার মুখে পড়ল কর্নাটকের মাইসুরু থেকে বিহারের দ্বারভাঙা গামী বাগমতী এক্সপ্রেস। আজ শুক্রবার রাতে তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের অদূরে একটি দারিয়ে থাকা মালগাড়ির সঙ্গে সংঘর্ষে অনেক কামরা বেলাইন হয়ে যায় ট্রেনটির। (Darbhanga Express collided with goods train)
অনশনকারী জুনিয়র ডাক্তার অনিকেতের অবস্থার অবনতি ভর্তি করা হল হাসপাতালে
দু’টি কামরায় আগুনও ধরে যায়। প্রবল সংঘর্ষের জেরে আগুল লেগে গেল যাত্রীবাহী দ্বারভাঙা এক্সপ্রেসের দুটি কোচে। আহত বেশ কয়েকজন যাত্রী। হোম সিগন্যাল গ্রীন থাকায় 12578 মাইশোর – দারভাঙ্গা এক্সপ্রেস 109 কিমি প্রতি ঘণ্টার গতিবেগে কাভারাইপেট্টাই স্টেশন ক্রস করছিল। (Darbhanga Express collided with goods train)
শিল্পজগতের নক্ষত্র পতন, প্রয়াত রতন টাটা
কিন্তু করমণ্ডলের মত এই স্টেশনেও পয়েন্ট লুপ লাইনে সেট থাকায় ট্রেনটি সোজা লুপ লাইনে ঢুকে, দাঁড়িয়ে থাকা লোডেড মালগাড়িতে পিছন থেকে এসে ধাক্কা মারে, ফলে আগুন লাগে কোচে ও 5 থেকে 6 কোচ লাইনচ্যুত হয়। হতাহতের আশঙ্কা প্রচুর, এখনো পর্যন্ত হতাহতের খবর পুরোপুরি জানা যায়নি।