ফের সাগরে চোখ রাঙাচ্ছে নতুন নিম্নচাপ। আবার উত্তাল হবে সাগর। চলবে সারা রাজ্যে ভারী বৃষ্টিও। সোমবার থেকে বুধবার পর্যন্ত বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের প্রশাসনের তরফ থেকে। (Heavy rain in West Bengal due to new low pressure area)
আরও পড়ুন : আজ শহর জুড়ে ‘অভয়া ক্লিনিক’! চলবে মতামত সংগ্রহও
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরের নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হচ্ছে। যা আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ওড়িশা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে এটি গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে।
আরও পড়ুন : ফের রেল দুর্ঘটনা, মধ্যপ্রদেশে লাইনচ্যুত সোমনাথ এক্সপ্রেস
পরে সেই নিম্নচাপ ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোবে। যার জন্য সোমবার থেকেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলা গুলিতে। (Heavy rain in West Bengal due to new low pressure area)
আরও পড়ুন : কাটোয়ায় যৌন হেনস্তায় জঙ্গল থেকে ধৃত অভিযুক্ত
আবার মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার ভারী থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি ও উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়।