Tuesday, October 15, 2024
HomeIndia Newsফের রেল দুর্ঘটনা, মধ্যপ্রদেশে লাইনচ্যুত সোমনাথ এক্সপ্রেস

ফের রেল দুর্ঘটনা, মধ্যপ্রদেশে লাইনচ্যুত সোমনাথ এক্সপ্রেস

এবার লাইনচ্যুত জব্বলপুর থেকে সোমনাথ গামী সোমনাথ এক্সপ্রেস। শনিবার ভোরে এই দুর্ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। এখনো পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। (Somnath Express derailed in Madhya Pradesh)

আরও পড়ুন : দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর

শনিবার ভোর 5 টা 50 মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের জব্বলপুরে স্টেশনের কাছেই । ট্রেনটি স্টেশন থেকে ছাড়ার পর কিছুটা এগোতেই হঠাৎ বিকট আওয়াজ করে লাইনচ্যুত হয় গুজরাট গামী সোমনাথ এক্সপ্রেস।

Somnath Express derailed in Madhya Pradesh

আরও পড়ুন : বিশ্ব ভারতীর হস্টেলে মিলল বারাণসীর ছাত্রীর দেহ

ঘটনার জন্য ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে আসেন রেল উচ্চ পদস্থ আধিকারিকরা। দুর্ঘটনা গ্রস্ত ট্রেনটিকে লাইন থেকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে দ্রুততার সাথে।

আরও পড়ুন : এ বার পুজোর অনুদান প্রত্যাখ্যান পূর্ব বর্ধমানে

এদিকে দুর্ঘটনার জেরে ওই লাইনে ট্রেন চলাচলের উপর ব্যাপক প্রভাব পড়ে বলে সুত্র মারফৎ জানা যায়। (Somnath Express derailed in Madhya Pradesh)

আরও পড়ুন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments