আজ মঙ্গলবার বিকেল 5 টার মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। পালটা জুনিয়র ডাক্তারদের দাবি, আজ বিকেল 5 টার মধ্যে রাজ্য সরকার তাঁদের দাবি মেনে নিলে তবেই কাজে ফেরার কথা চিন্তাভাবনা করবেন। (junior doctors fixed deadline for the west bengal govt)
আরও পড়ুন : চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, দুর্যোগের আশঙ্কা একাধিক জেলায়
এদিকে পাঁচ দফা দাবিতে অনড় আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। সেই তালিকায় যুক্ত হয়েছে স্বাস্থ্যশিক্ষা অধিকর্তা, স্বাস্থ্য অধিকর্তা এবং প্রিন্সিপাল সেক্রেটারির পদত্যাগ। পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থার দুষ্ট চক্র নিয়েও স্বাস্থ্যমন্ত্রীর বিবৃতিও দাবি করেছেন জুনিয়র ডাক্তাররা।
আরও পড়ুন : কাটোয়ায় যৌন হেনস্তায় জঙ্গল থেকে ধৃত অভিযুক্ত
এই সমস্ত দাবি নিয়ে মঙ্গলবার দুপুর 12 টায় করুণাময়ী থেকে স্বাস্থ্যভবন অভিযানের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। বিকেল 5 টার মধ্যে দাবিপূরণ না হলে স্বাস্থ্য ভবনের সামনেই অনির্দিষ্টকালের জন্য অবস্থানে বসবেন জুনিয়র ডাক্তাররা। (junior doctors fixed deadline for the west bengal govt)
আরও পড়ুন : আজ শহর জুড়ে ‘অভয়া ক্লিনিক’! চলবে মতামত সংগ্রহও
এদিকে জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতোর বলেছেন, আমরা তো জুনিয়র ডাক্তার মাত্র। এবং শিক্ষানবিশ, ছাত্র মাত্র। একটা স্বাস্থ্য ব্যবস্থা যদি শুধুমাত্র ছাত্রদের উপর দাঁড়িয়ে থাকে, তাহলে রাজ্য সরকারের কাছে প্রশ্ন এই স্বাস্থ্য ব্যবস্থা দিয়ে কি সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া সম্ভব? অন্যদিকে আইএমএ বেঙ্গল জানিয়েছে, কোথাও পুরোপুরি পরিষেবা বন্ধ রাখা হয়নি।