Wednesday, December 4, 2024
HomeWest Bengal Newsমদ্যপ সিভিকদের কাজ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ, লালবাজারের

মদ্যপ সিভিকদের কাজ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ, লালবাজারের

নেশাগ্রস্থ সিভিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দিকে হাঁটতে চলেছে লালবাজার। (civic volunteer news today) পুলিশের মারফত জানা গিয়েছে, আগে যে সমস্ত সিভিক ভলান্টিয়ারদের কর্মরত অবস্থায় মদ্যপ পাওয়া গিয়েছে এবং যে সকল সিভিক ভলান্টিয়ার নিয়মিত কর্মরত অবস্থায় মদ্যপান করে থাকেন, তাঁদের কাজ থেকে সরিয়ে দেওয়া হবে।

এই বিষয়ে জনসাধারণের কাছ থেকে কোনও অভিযোগ এলেই তা খতিয়ে দেখবেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার পদমর্যাদার এক অফিসার। (civic volunteer news today)

civic volunteer news today

তার পরেই অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। লালবাজারের এই নির্দেশের পিছনে কি শুক্রবার রাতের বিটি রোডের ঘটনা প্রভাব ফেলেছে ? তা নিয়ে প্রশ্ন তুলছেন কেউ কেউ।

আরও পড়ুন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments