এবার লালবাজার অভিযান জুনিয়র চিকিৎসকদের।

আগামী 2nd September আরজি কর সহ অন্যান্য মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা লালবাজার অভিযানের ডাক দিল কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে। (Lalbazar Abhijan by Doctors)

Lalbazar Abhijan by Doctors

শুধু তাই নয়, আগামী 3rd September রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং প্রাইভেট চেম্বারের চিকিৎসকদের পেন ডাউন করার আহ্বানও জানানো হয়েছে। (Lalbazar Abhijan by Doctors)

এদিকে RG Kar Medical College এর চিকিৎসকরাও আন্দোলনে নেমেছেন। চলছে কর্মবিরতি। এমনকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনেও সাড়া মেলেনি।

আরও পড়ু