Thursday, November 28, 2024
HomeKolkata NewsNabanna Abhijan : কোন কোন রাস্তায় নো এন্ট্রি? কোন রাস্তা এড়াবেন?

Nabanna Abhijan : কোন কোন রাস্তায় নো এন্ট্রি? কোন রাস্তা এড়াবেন?

Kolkata এর বিভিন্ন প্রান্ত থেকে মিছিল হতে পারে। সেই কারণে কলকাতা ও হাওড়ার বেশ কিছু রাস্তায় যান বাহন নিয়ন্ত্রণ করা হয়েছে। লালবাজার ট্রাফিক সূত্রে জানানো হয়েছে, সোমবার রাত আটটা থেকে খিদিরপুর, শালিমার, এমারজেন্সি সার্ভিস ছাড়া সব লরি ব্লক করা হয়েছে। (Which road to avoid?)

Which road to avoid

আন্দুল রোডের আলমপুর, কোনা এক্সপ্রেসওয়ে নিবড়া থেকে গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে নিবেদিতা সেতুর উপর দিকে। নবান্নের আশেপাশে ১৬৩ ধারা জারি থাকায় নতুন গাড়ি ওই এলাকায় আর ঢুকতে দেওয়া হবে না। ফোরশোর রোড ও ময়দানে, কোনা এক্সপ্রেসওয়ে, ব্যারিকেড করা হবে। (Which road to avoid?)

পুলশ, র‍্যাফের পাশাপাশি কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়েছে নবান্নের তরফে। থাকছে জলকামানও। আজ যান চলাচলে পুরপুরি বিধিনিষেধ জারি থাকছে জওহরলাল নেহরু রোড, রেড রোড, মেয়ো রোড, আউট্রাম রোড, খিদিরপুর রোড, রানি রাসমণি অ্যাভিনিউ, হসপিটাল রোড, ক্যাথিড্রাল রোড ও এজেসি বোস রোডে। এমনটাই বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশের তরফ থেকে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments