Paris Paralympics 2024 গেমস যেন আস্তে আস্তে ভারতের কাছে পদক জয়ের মঞ্চ হিসাবে তৈরি হয়েছে। Paris Paralympics 2024 ভারতের সাত নম্বর পদক এনে দিলেন এবার Nishad Kumar।
হাই জাম্পের টি 47 ইভেন্টে রুপো জিতলেন তিনি। রবিবার 2.04 মিটার লাফিয়ে টি 47 ক্যাটেগরিতে দ্বিতীয় হয়েছেন তিনি। । তিনি এবার 2.08 মিটার জাম্পের টার্গেট রেখেছিলেন, কিন্তু তিনি ব্যর্থ হন।
শনিবার প্রথম ভারতীয় হিসাবে Paris Paralympics 2024 এ ট্র্যাক ইভেন্টে পদক জিতে ছিলেন Uttar Pradesh এর Preethi Pal।