Wednesday, December 4, 2024
HomeWest Bengal Newsমালদহে গঙ্গার বাঁধ ভেঙে প্লাবিত লক্ষাধিক মানুষ

মালদহে গঙ্গার বাঁধ ভেঙে প্লাবিত লক্ষাধিক মানুষ

গঙ্গার বাঁধ ভেঙে এবার মালদহের মানিকচকের বিস্তীর্ণ এলাকা এখন কার্যত জলের তলায়। গত ২০ দিন ধরে সেখানে জলবন্দি অবস্থায় রয়েছে প্রায় লক্ষাধিক মানুষ। (ganga dam collapse in malda)

সুত্র মারফত জানা গেছে, গঙ্গার রিং বাঁধ ভেঙে যাওয়ার ফলে সেখানে বিস্তীর্ণ এলাকা এখন কার্যত জলের তলায়। এদিকে বাঁধ ভাঙার ফলে উত্তর চণ্ডিপুর গ্রাম পঞ্চায়েত বর্তমানে পুরোপুরি বিপর্যস্ত হয়ে রয়েছে । (ganga dam collapse in malda)

ganga dam collapse in malda

দক্ষিণ চণ্ডিপুর হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অধিকাংশ এলাকা এখনও জলমগ্ন। পরিস্থিতি মোকাবিলায় মালদহ জেলা প্রশাসনের তরফে ১৫ টি ফ্লাড সেন্টার খোলা হয়েছে।বহু মানুষ সেখানে আশ্রয় নিয়েছেন।

আরও পড়ু

RELATED ARTICLES

Most Popular

Recent Comments