বছরের ৩৬৫দিন বারাণসীতে গঙ্গারতির আয়োজন হয়ে থাকে প্রাশনের তরফ থেকে ।পর্যটন-আকর্ষণ বাড়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এ রাজ্যেও শুরু হয়েছে গঙ্গারতি। এবার তারাপীঠেও এই সন্ধ্যারতির প্রস্তাব দিয়েছে প্রশাসন। (Sandhyarati on dwarka river at tarapith )
কৌশিকী অমাবস্যায় তারাপীঠে পর্যটকদের জন্য দ্বারকা নদীর পাড়ে সন্ধ্যা আরতির আয়জন করা হবে । সম্প্রতি এই নিয়ে জেলাশাসক তারাপীঠ উন্নয়ন পর্ষদের অফিসে বৈঠকও করেন । ইতিমধ্যে প্রস্তুতিও শুরু হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন করে নদীর পাড় বাঁধানো ও আরতির স্থান তৈরি করার কাজ চলছে।
তারাপীঠ মন্দিরে পুজো দিতে এলে পুজো দেওয়ার পরে বীরচন্দ্রপুর এবং আটলা মন্দির ছাড়া আর তেমন কোনও দর্শনীয় স্থান ছিল না পর্যটকদের জন্য। সন্ধ্যা আরতি শুরু হলে এটাও পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে বলেই আশা করা হচ্ছে। (Sandhyarati on dwarka river at tarapith )
যার জন্য দ্বারকা নদীর পশ্চিম দিকে কয়েক কোটি টাকা খরচ করে সাজানো হচ্ছে নদীর পাড়। রাস্তা বানানো ছাড়াও টাইলস দিয়ে পর্যটকদের বসার জন্য জায়গা তৈরি করা হচ্ছে। লাগানো হবে রংবেরঙের ফুলের গাছ।