RG Kar Medical College এর ধর্ষণ ও খুনের ঘটনায় দেশ জুড়ে এখন প্রতিবাদের ঝড়। ঠিক এই সময় প্রথমবার তীব্র প্রতিক্রিয়া জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেন যথেষ্ট হয়েছে। (Strong reaction to President Draupadi Murmu’s)
এই অপরাধের বিষয় সম্পর্কে জেনে তিনি ভীত হয়েছেন এবং হতাশ ও হয়েছেন। RG Kar Medical College এর ধর্ষণ ও খুনের ঘটনার নিন্দায় সরব হলেন এই প্রথমবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এদিন ক্ষোভে রাষ্ট্রপতি বলেন, “এনাফ ইজ এনাফ, মহিলাদের উপর এরকম অমানবিক অত্যাচার আর বরদাস্ত করা হবে না।”
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর প্রতিক্রিয়ায় আরও বলেন, “মহিলাদের প্রতি বিদ্বেষই তাঁদের উপর নৃশংস হত্যা ও অত্যাচারের কারণ।” তিনি আরও বলেন এই জাতীয় ঘটনা ধারাবাহিক ভাবে এ দেশে ঘটে চলেছে । (Strong reaction to President Draupadi Murmu’s)
তাঁর কথায়, “কোনও সভ্য সমাজ মহিলাদের উপর এই ধরনের নৃশংসতা মেনে নিতে পারে না। আর জি কর কাণ্ডের মতো অমানবিক নৃশংস হত্যা ও অত্যাচারের বিরুদ্ধে ভারতীয় সমাজকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান দেশের রাষ্ট্রপ্রধান।