R G Kar Medical College কাণ্ডে নতুন মোড়। হাসপাতালে আর্থিক বেনিয়মের অভিযোগ উঠেছিল আগেই। বিশেষ করে ডা. সন্দীপ ঘোষ অধ্যক্ষের দায়িত্ব নেওয়ার পর থেকে R G Kar Medical College-এর খরচ-খরচায় বিস্তর গোলমাল ধরা পড়েছে বলে বার বার দাবি করা হয়েছে।
এবার সেই সমস্ত অভিযোগের তদন্ত করতে IG পদমর্যাদার IPS -এর নেতৃত্বে SIT গড়ল রাজ্য সরকার। সোমবার এমনই বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। এক মাসের মধ্যে তারা রাজ্য় সরকারকে রিপোর্ট জমা দেবে।
নবান্নের এই নির্দেশে যে R G Kar Medical College-এর পদত্যাগী অধ্য়ক্ষ সন্দীপ ঘোষ যে আরও বিপাকে পড়বেন, তা বলার অপেক্ষা রাখে না। তদন্তকারী দলের মাথায় থাকছেন রাজ্য পুলিশের IG প্রণব কুমার।
তাঁর সহকারী হিসাবে কাজ করবেন মুর্শিদাবাদ রেঞ্জের DIG – Waker Reza, রাজ্য CID DIG – Soma Das Mitra এবং কলকাতা পুলিশের DC (Central) – Indira Mukhopadhyay।