Wednesday, November 27, 2024
HomeIndia NewsMonkey Pox সংক্রমণে সতর্কতা জারি কেন্দ্রের

Monkey Pox সংক্রমণে সতর্কতা জারি কেন্দ্রের

World Health Organization (WHO) – এর পরিসংখ্যান মতে, শুধু আফ্রিকায় 14 হাজারেও বেশি Monkey Pox আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। এই রোগে মৃত্যু হয়েছে 524 জনের।

Monkey Pox infection warning issued

সোমবার ভারতের দুই প্রতিবেশী দেশে Monkey Pox সংক্রমণের খবর মিলতেই সমস্ত বিমানবন্দর এবং কর্তৃপক্ষের উদ্দেশে সতর্কতা জারি করল কেন্দ্র।

পাশাপাশি Bangladesh ও Pakistan সীমান্তের স্থলবন্দরগুলিতে যাত্রীদের Monkey Pox লক্ষণগুলি আছে কি না, সে বিষয়ে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

চিকিৎসকরা বলছেন, Monkey Pox আক্রান্ত ব্যক্তির কাছাকাছি থাকলে এই রোগে সংক্রমণের আশঙ্কা থাকে । শ্বাসনালি, ক্ষতস্থান, নাক, মুখ, যৌন সংসর্গ কিংবা চোখের মাধ্যমেও Monkey Pox ভাইরাস প্রবেশ করতে পারে সুস্থ ব্যক্তির দেহে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments