এবার বিশ্ব ভারতীর ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য। সাধারণ মানুষ বিক্ষোভ দেখান আম্রপালি হস্টেলে। জানাগেছে বারাণসীর বাসিন্দা বিশ্ব ভারতীর ছাত্রী অনামিকা সিং নামক এক ছাত্রীর মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়িয়েছে।
আরও পড়ুন : এবার যে কোনও ব্যাঙ্কের শাখা থেকে পেনশন তুলুন খুব সহজে
প্রাথমিকভাবে পুলিশ সন্দেহ করছে যে, ছাত্রী টি বিষ খেয়ে আত্মহত্যা করেছে। আরও জানাযায় বিশ্ব ভারতীর শিল্প সদনে তিনি পড়াশোনা করছিলেন। বৃহস্পতিবার পুলিশ সন্ধ্যা 6 টা 40 মিনিট নাগাদ আম্রপালি গার্লস হোস্টেল থেকে মৃতদেহটি উদ্ধার করেন।
আরও পড়ুন : যাদবপুরে প্রতিবাদ মিছিলেই শ্লীলতাহানি! সাহয্য করল না পুলিশই
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে যে, ওই ছাত্রী বিষ খেয়েই আত্মহত্যা করেছেন। এদিকে বিশ্ব ভারতী কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার করার পর প্রথমে তাঁকে বিশ্বভারতীর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন : জমি বেহাত রুখতে খতিয়ানে যোগ হবে মালিকের ফোন নম্বর
তারপর সেখান থেকে তাঁকে বোলপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।