Tuesday, October 15, 2024
HomeWest Bengal Newsকর্মবিরতি প্রত্যাহার করলেন না জুনিয়র ডাক্তাররা

কর্মবিরতি প্রত্যাহার করলেন না জুনিয়র ডাক্তাররা

সোমবার কালীঘাটে মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ীতে বৈঠকে আন্দোলনকারী ডাক্তারদের একাধিক দাবি মেনেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জুনিয়র ডাক্তারদের প্রবল দাবি মেনে সরিয়ে দেওয়া হয় কলকাতার নগরপাল বিনীত গোয়েলকে ৷ (The junior doctors did not call off the strike)

আরও পড়ুন : আরজি করের নির্যাতিতার নাম মুছতে হবে, উইকিপিডিয়াকে নির্দেশ সুপ্রিম কোর্টের

The junior doctors did not call off the strike

বদলি করা হয় স্বাস্থ্য দফতরের দুই শীর্ষ কর্তাকেও ৷ এদিকে মঙ্গলবার সুপ্রিম কোর্টেও জুনিয়র ডাক্তারদের আইনজীবী নিজে জানান যে, তাঁরা কাজে ফিরতে আগ্রহী৷ এই পরিস্থিতিতে তাঁরা কর্মবিরতি শেষ করে অবশ্যই ডাক্তাররা তাদের নিজ কাজে ফিরবেন। (The junior doctors did not call off the strike)

আরও পড়ুন : রাতে আড়াই লক্ষ কিউসেক জল ছাড়া হতে পারে, ভয় ধরাচ্ছে দামোদর

এমন একটা সম্ভাবনা তৈরি হলেও জিবি মিটিংএ শেষ পর্যন্ত নিজেদের সিদ্ধান্তেই অনড় থাকলেন জুনিয়র ডাক্তাররা ৷ মঙ্গলবার রাত ২ টোর সময় তাঁরা জানিয়ে দিলেন, তাঁদের আন্দোলন এখন চলবে৷ কর্মবিরতিও প্রত্যাহার করা হচ্ছে না৷

আরও পড়ুন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments