সোমবার কালীঘাটে মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ীতে বৈঠকে আন্দোলনকারী ডাক্তারদের একাধিক দাবি মেনেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জুনিয়র ডাক্তারদের প্রবল দাবি মেনে সরিয়ে দেওয়া হয় কলকাতার নগরপাল বিনীত গোয়েলকে ৷ (The junior doctors did not call off the strike)
আরও পড়ুন : আরজি করের নির্যাতিতার নাম মুছতে হবে, উইকিপিডিয়াকে নির্দেশ সুপ্রিম কোর্টের
বদলি করা হয় স্বাস্থ্য দফতরের দুই শীর্ষ কর্তাকেও ৷ এদিকে মঙ্গলবার সুপ্রিম কোর্টেও জুনিয়র ডাক্তারদের আইনজীবী নিজে জানান যে, তাঁরা কাজে ফিরতে আগ্রহী৷ এই পরিস্থিতিতে তাঁরা কর্মবিরতি শেষ করে অবশ্যই ডাক্তাররা তাদের নিজ কাজে ফিরবেন। (The junior doctors did not call off the strike)
আরও পড়ুন : রাতে আড়াই লক্ষ কিউসেক জল ছাড়া হতে পারে, ভয় ধরাচ্ছে দামোদর
এমন একটা সম্ভাবনা তৈরি হলেও জিবি মিটিংএ শেষ পর্যন্ত নিজেদের সিদ্ধান্তেই অনড় থাকলেন জুনিয়র ডাক্তাররা ৷ মঙ্গলবার রাত ২ টোর সময় তাঁরা জানিয়ে দিলেন, তাঁদের আন্দোলন এখন চলবে৷ কর্মবিরতিও প্রত্যাহার করা হচ্ছে না৷