Tuesday, October 15, 2024
HomePurba & Paschim Bardhaman Newsরাতে আড়াই লক্ষ কিউসেক জল ছাড়া হতে পারে, ভয় ধরাচ্ছে দামোদর

রাতে আড়াই লক্ষ কিউসেক জল ছাড়া হতে পারে, ভয় ধরাচ্ছে দামোদর

কাল থেকেই DVC এর দুর্গাপুর ব্যরেজ থেকে ধাপে ধাপে ছাড়া জলের পরিমাণ ক্রমশ বৃদ্ধি করা হচ্ছে বলে সুত্র মারফৎ জানাযায়। আর তাতেই এ রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে নানা জায়গায়। (Up to 2.5 lakh cusecs of water released in damodar river)

আরও পড়ুন : আরজি করের নির্যাতিতার নাম মুছতে হবে, উইকিপিডিয়াকে নির্দেশ সুপ্রিম কোর্টের

এখন পর্যন্ত 1.5 লক্ষ কিউসেকের মত জল ছাড়া হলেও আজ মঙ্গলবার সন্ধ্যার মধ্যে তা বারিয়ে 2.5 লক্ষ কিউসেকের কাছাকাছি করা হতে পারে বলে জানাযায় প্রশাসনিক সূত্রে। সূত্রের আরও খবর যে, সন্ধ্যার মধ্যে জল ছাড়ার পরিমাণ হতে পারে 2.5 লক্ষ কিউসেকের সীমা। (Up to 2.5 lakh cusecs of water released in damodar river)

Up to 2.5 lakh cusecs of water can be released in damodar river

আরও পড়ুন : কলকাতার নতুন পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা

বন্যার আশঙ্কায় প্রহর গুনছে দামোদর পাড়ের মানুষ জন এবং সতর্ক প্রশাসনও। ঝাড়খণ্ডে এখনও চলছে প্রবল বৃষ্টি। আর তাতেই এ রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে নানা জায়গায়। এরমধ্যে সোমবার রাতে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments