The Diary of West Bengal ছবি প্রকাশে কোন বাধা নেই। জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। সম্প্রতি The Diary of West Bengal এর ইউটিউবে ট্রেলার প্রকাশিত হয়েছে ছবিটির।
সিনেমায় রাজ্য প্রশাসনের সমালোচনা হয়েছে বলে দাবি মামলাকারীর। ছবির রিলিজ এর স্থগিতাদেশ চেয়ে আদালতের দারস্থ হন রাজীব কুমার ঝা নামে এক ব্যক্তি। বৃহস্পতিবার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এই ব্যাপারে গুরুত্বই দিলেন না আর্জিতে।
তিনি বলেন সিনেমা ব্যানের ওপর সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে। আপনার ইচ্ছে হলে দেখুন না হলে দেখবেন না। গণতান্ত্রিক দেশে এটা স্বাভাবিক। যদি কেউ কাউকে সমালোচনা করেন সেটা তার পূর্ণ অধিকার আছে।