Wednesday, December 4, 2024
HomeIndia Newsরূপান্তরকামীরাও এ বার হাতে পাবেন তাঁদের প্যান কার্ড

রূপান্তরকামীরাও এ বার হাতে পাবেন তাঁদের প্যান কার্ড

রূপান্তরকামীরাও এ বার হাতে পাবেন প্যান কার্ড (PAN card for transgenders) ৷ Transgenders Protection Rights, 2019 -এর অধীনে কোনও জেলাশাসকের প্রদান করা পরিচয়পত্র দেখিয়েই রূপান্তরকামীরা প্যান কার্ডের আবেদন করতে পারবেন জানিয়েছে কেন্দ্রীয় সরকার ৷

সুপ্রিম কোর্টের বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি এহসানউদ্দিন আমালুল্লাহর বেঞ্চে হওয়া মামলার শুনানিতে কেন্দ্রের তরফে জানানো হয়েছে রূপান্তরকামীরা প্যান কার্ডের আবেদন করতে পারবেন (PAN card for transgenders) ৷ রূপান্তরকামীদের প্যান কার্ডের সমস্যার কথা জানিয়ে সুপ্রিম কোর্টে আগেই মামলা করেছিলেন এক সমাজকর্মীে ৷

মামলাকারী ছিলেন একজন রূপান্তরকামী৷ তিনি শীর্ষ আদালতে জানিয়েছিলেন, আধার কার্ডের ফর্ম ফিল-আপের সময়ে যেমন Transgenders অপশন দেওয়া হয়, তেমনই প্যান কার্ড তৈরির আবেদনপত্রেও উল্লেখ করা হোক Transgenders বিষয়টি ৷

আরও পড়ু

RELATED ARTICLES

Most Popular

Recent Comments