Wednesday, November 20, 2024
HomeWest Bengal Newsপুলিশি হেনস্তার প্রতিবাদে তিনদিন চাক্কা জ্যামে’র ডাক ট্রাক চালাকদের

পুলিশি হেনস্তার প্রতিবাদে তিনদিন চাক্কা জ্যামে’র ডাক ট্রাক চালাকদের

পুজোর মুখে তিনদিন চাক্কা জ্যামে’র ডাক দিলেন ট্রাক চালকরা। সুত্র মারফৎ জানা যায় যে, পণ্য পরিবহণের সময় পুলিশ ও সিভিক পুলিশের হেনস্তার শিকার হতে হয় ট্রাক চালাকদের। এর পরেও বেশ কিছু জায়গায় অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে প্রশাসনের তরফে। (three days truck strike in west bengal)

আরও পড়ুন : সময় বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট, এবার রাজ্যকেই সময়সীমা বেঁধে দিলেন জুনিয়র ডাক্তাররা

এরকম সাতদফা দাবি তুলে চলতি মাসে তিনদিন পণ্য পরিবহণ বন্ধ রাখার ডাক দিয়েছেন তাঁরা। ফলে রাজ্যজুড়ে পণ্য পরিবহণ ধাক্কা খাবে বলেই আশঙ্কা করা হচ্ছে ব্যবসায়িক মহল থেকে। যার সরাসরি প্রভাব পড়বে ব্যবসায়। (three days truck strike in west bengal)

three days truck strike in west bengal

আরও পড়ুন : বিশেষ ক্ষমতাসম্পন্ন তরুণীকে ধর্ষণ! উত্তেজনা ভাতারে

ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটার্স অ্যাসোসিয়েসনের তরফে জানানো হয়েছে যে, আগামী 11, 12 এবং 13 September রাজ্য জুড়ে ট্রাক চালকদের ‘চাক্কা জ্যাম’ চলবে। ফেডারেশনের সকল সদস্য বৈঠকে বসে এই সিদ্ধান্ত নিয়েছে এবং 72 ঘণ্টার ‘চাক্কা জ্যামে’র সিদ্ধান্তে তাঁরা অনড় থাকছেন ।

আরও পড়ুন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments