Tuesday, October 15, 2024
HomeWest Bengal Newsজেলাবাসীর হয়রান কমাতে 'ভরসা' এবার পূর্ব  বর্ধমান পুলিশের

জেলাবাসীর হয়রান কমাতে ‘ভরসা’ এবার পূর্ব  বর্ধমান পুলিশের

গতকাল সাংবাদিক বৈঠক করে সাধারণ মানুষের হয়রান কমাতে ‘ভরসা’ নামে নতুন অ্যাপ চালু করল পূর্ব বর্ধমান জেলা পুলিস। জেলা পুলিস সুপার আমনদীপ জানান, এই অ্যাপের মাধ্যমে জেলার যে কোনো জায়গা থেকে সরাসরি অভিযোগ জানানো যাবে। (east burdwan district police has launched a new app)

আরও পড়ুন : সময় বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট, এবার রাজ্যকেই সময়সীমা বেঁধে দিলেন জুনিয়র ডাক্তাররা

গুগল প্লে স্টোরে গিয়ে এই ভরসা অ্যাপ ইনস্টল করতে হবে মোবাইলে। বাংলা এবং ইংরেজি দুটি ভাষাতেই এই অ্যাপ ব্যবহার করা যাবে বলে তিনি জানান। সব অভিযোগের সাথে ছবিও দেওয়া যাবে । তিনি বলেন সব অভিযোগই এবার সরাসরি পুলিস সুপারের অফিসে যাবে, কোনো থানায় নয়।

east burdwan district police has launched a new app

আরও পড়ুন : বিশেষ ক্ষমতাসম্পন্ন তরুণীকে ধর্ষণ! উত্তেজনা ভাতারে

পুলিস সুপারের অফিস থেকে অভিযোগ গুলি খতিয়ে দেখা হবে। এবং সাতদিনের মধ্যে সব অভিযোগের নিষ্পত্তি করার লক্ষ্য নেওয়া হয়েছে এবং তার জন্য থানার ওসি, আইসিদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ করার সময় অভিযোগকারীর মোবাইলে একটি ওটিপি নম্বর পাবেন অভিযোগকারী।

আরও পড়ুন : পুলিশি হেনস্তার প্রতিবাদে তিনদিন চাক্কা জ্যামে’র ডাক ট্রাক চালাকদের

সেই নম্বর দিয়ে অভিযোগ কোন পর্যায়ে আছে তা জানাও যাবে অভিযোগকারী তরফ থেকে। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন পুলিস সুপার ছাড়াও অতিরিক্ত পুলিস সুপার অর্ক ব্যানার্জী ও এসডিপিও(সাউথ) অভিষেক মণ্ডল।

আরও পড়ুন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments