2025 সালের 1st January থেকেই চালু হতে চলেছে পেনশনের এই সুবিধা। পেনশন উপভোক্তাদের জন্য বড় খবর তো বটেই। 1st January থেকে এবার যে কোনো ব্যাঙ্কের শাখা থেকেই এবার পেনশন তুলতে পারবেন উপভোক্তারা। (withdraw pension from any bank branch very easily)
আরও পড়ুন : জমি বেহাত রুখতে খতিয়ানে যোগ হবে মালিকের ফোন নম্বর
কেন্দ্রিয় সরকারের মন্ত্রী মানসুখ মাণ্ডব্য এখবর জানিয়েছেন সংবাদ মাধ্যমে। 2025 সালের 1st January থেকেই চালু হতে চলেছে এই সুবিধা। এরফলে উপকৃত হবেন প্রায় 78 লাখেরও বেশি পেনশন উপভোক্তা। (withdraw pension from any bank branch very easily)
আরও পড়ুন : দেশজুড়ে 4G পরিষেবা শুরু করবে বিসএনএল! কবে আসছে 5G?
EPFO পোর্টালে নথিভুক্ত অবসর প্রাপ্তরা দেশের যে কোনও ব্যাঙ্কের যে কোনও শাখা থেকে এবার পেনশন তুলতে পারবেন। তাদের আর কোনো নির্দিষ্ট ব্যাঙ্কের নির্দিষ্ট শাখা থেকেই পেনশেন তোলার বাধ্যবাধকতা নেই।